জয়পুরহাটে ৫ হাজার হেক্টর জমিতে শাক সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ
প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৩, ১২:০৭ রাত
ছবি সংগৃহীত
খাদ্য উৎপাদনে উদ্বৃত্ত জেলা জয়পুরহাটে ২০২৩-২৪ মৌসুমে নিবিড় ফসল উৎপাদন কর্মসূচির আওতায় প্রায় ৫ হাজার হেক্টর জমিতে শাক সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, রোপা আমন ধান কাটা-মাড়াইয়ের সঙ্গে সঙ্গে শাক সবজি চাষের প্রস্তুতি সম্পন্ন করেন জেলার পাঁচ উপজেলার কৃষকরা। জেলায় এবার ৫ হাজার হেক্টর জমিতে শাক সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এতে সবজির উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ১০ হাজার মেট্রিক টন। যা জেলার চাহিদা মিটিয়ে দেশের অন্যান্য জেলায় সরবরাহ করা হয়ে থাকে। জয়পুরহাটে চাষ হওয়া শাক সবজির গুলোর মধ্যে রয়েছে ফুলকপি, বাধাকপি, মূলা, বেগুণ, ঢেঁড়শ, টমেটো, লালশাক, পুঁইশাক, জগন্নাত শাক, সবুজশাক, ডাটা, পালং শাক, সিম, বরবটি, লাউ, পেঁপে, গাজর, শিম, করোলা, ধনিয়া পাতা, শসা ইত্যাদি উপজেলা ভিত্তিক শাক সবজি চাষের লক্ষ্যমাত্রার মধ্যে রয়েছে জয়পুরহাট সদরে ২ হাজার হেক্টর, পাঁচবিবিতে ২ হাজার ১০ হেক্টর, আক্কেলপুরে ৪ শ ৩০ হেক্টর, ক্ষেতলাল উপজেলায় ৩ শ হেক্টর ও কালাই উপজেলায় ২ শ ৬০ হেক্টর জমি। ২০২৩-২৪ রবি মৌসুমে জেলায় শাক সবজি চাষ সফল করতে কৃষকদের মাঠ পর্যায়ে পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ রাহেলা পারভীন। জয়পুরহাট জেলায় ইতোমধ্যে আগাম জাতের সবজিসহ ২ হাজার ৪ শ ৫২ হেক্টর জমিতে শীত কালীন শাক সবজি চাষ সম্পন্ন হয়েছে। বাজারে আগাম জাতের সবজি উঠতে শুরু করেছে। এবার আগাম জাতের শাক সবজিতে দাম ভাল্ েপাওয়ায় কৃষকরা খুশি বলে জানান, উপ পরিচালক কৃষিবিদ রাহেলা পারভীন ।