ঢাকা, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

কিশোরগঞ্জে শশুরকে পিটিয়ে হত্যাঃ পলাতক জামাতাকে নারায়নগঞ্জ থেকে গ্রেফতার করলো র‍্যাব

নিউজ ডেস্ক

 প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৩, ০৪:৫০ দুপুর  

ছবি সংগৃহীত

 
কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন নগুয়া বটতলা মোড় এলাকায় গত ১০/০৯/২০২৩খ্রি. তারিখ রাত অনুমান ২.৩০ ঘটিকার সময় ভিকটিম আব্দুল আউয়ালকে পারিবারিক বিরোধের জের ধরিয়া ভিকটিমের জামাতা, ছেলে এবং স্ত্রী অর্থাৎ বিবাদী ১। মোঃ তামিম(২১), পিতা-মোঃ আফসার উদ্দিন, ২। মোঃ রাসেল(২৩), পিতা-মৃত আব্দুল আউয়াল, ৩। মোছাঃ রেহেনা আক্তার(৪২), স্বামী-মৃত আব্দুল আউয়াল, সর্ব সাং-নগুয়া বটতলা, থানা ও জেলা-কিশোরগঞ্জ পরষ্পর যোগসাজসে ভিকটিমের বাড়ীর সামনে দেশীয় অস্ত্র দ্বারা আঘাত করিয়া নৃশংসভাবে হত্যা করে। বর্ণিত বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রচারিত হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীকে উক্ত ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে কিশোরগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। যার কিশোরগঞ্জ সদর মডেল থানার মামলা নং-৩১, তারিখ ১৪/০৯/২০২৩খ্রি. ধারা-৩০২/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০ দঃ বিঃ। মামলা হওয়ার পর পর আসামীরা আটক থেকে বাচতে বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছিল। উক্ত আসামীদেরকে আইনের আওতায় নিয়ে আসতে র‌্যাব গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
 
পরবর্তীতে উক্ত মামলার ০১নং এজহার নামীয় আসামীর অবস্থান সম্পর্কে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করে আসামীর অবস্থান নিশ্চিত করে ও গোয়েন্দা শাখার সহযোগীতায় তথ্য প্রযুক্তির মাধ্যমে র‌্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোঃ আশরাফুল কবির এবং র‌্যাব-২ এর সহায়তায় র‌্যাবের একটি আভিযানিক দল গত ২০/০৯/২০২৩খ্রি. তারিখ রাত ১১.০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ থানাধীন ভুলতাগাউছিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পলাতক আসামী মোঃ তামিম(২১), পিতা-মোঃ আফছর উদ্দিন, গ্রাম-নগুয়া(বটতলা মোড়), থানা ও জেলা-কিশোরগঞ্জকে আটক করে।
 
উক্ত ঘটনা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কিশোরগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।