ঢাকা, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১

লক্ষ্মীপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক

 প্রকাশিত: অক্টোবর ০৪, ২০২৩, ১০:৪৮ রাত  

ছবি সংগৃহীত

'শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা' স্লোগানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 
আজ বুধবার দুপুরে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ব্যানারে জেলা শহরে টাউন হল মিলনায়তনে এ আয়োজন করা হয়। 

এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে সমাবেশের উদ্বোধন করেন অতিথিরা। এছাড়া বিভিন্ন সময় শান্তি-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় ১৫ জন সদস্যকে বাইসাইকেল, ২ জনকে সেলাই মেশিন ও ৩০ জনকে ছাতা উপহার দেওয়া হয়। জেলা প্রশাসক সুরাইয়া জাহানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন এবং প্রধান আলোচক ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল। 

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সার্বিক তত্ত্বাবধানে এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবু বকর সিদ্দিক, সিভিল সার্জন ডা. আহাম্মদ কবীর ও রামগঞ্জ ১৮ আনসার ব্যাটালিয়নের পরিচালক রোকসানা বেগম প্রমুখ। 

বক্তারা বলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশ, মাটি ও মানুষের বন্ধু-স্বজন হিসেবে কাজ করে যাচ্ছেন। দূর্যোগ দূর্বিপাকে তাঁরা ছুটে গিয়ে দায়িত্ব পালন করেন। ভোট কেন্দ্রে নির্ভিক পাহারাদার হিসেবে তাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।