ঢাকা, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

নাশকতার অভিযোগে আরও ১৫ জন গ্রেফতার

নিউজ ডেক্স

 প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৩, ০১:০৮ রাত  

ছবি সংগৃহিত

দেশের বিভিন্ন স্থানে নাশকতা ও সহিংসতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও ১৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারদের মধ্যে যুবদল ও বিএনপির নেতাকর্মী রয়েছেন। এ নিয়ে মোট ৪৮৯ জনকে গ্রেফতার করেছে র‌্যাব।

আজ শুক্রবার রাতে সংবাদমাধ্যমকে এ তথ্য জানান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক সিনিয়র এএসপি আ ন ম ইমরান খান।

আরও পড়ুনঃ  আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান হলেন কাজী জাফরউল্লাহ

তিনি বলেন, ‌‘শুক্রবার রাজধানীর ধামরাই থানা এলাকায় অভিযান পরিচালনা করে ধামরাই সোমবাগ ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রশিদ এবং মানিকগঞ্জের ঘিওর থানা এলাকা থেকে নালী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মীর শাহিনুর ইসলাম সবুজকে গ্রেফতার করা হয়। এছাড়া দেশের বিভিন্ন স্থান থেকে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনার সঙ্গে জড়িত মোট ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।’

মোট ৪৮৯ জনকে গ্রেফতারের বিষয়ে আ ন ম ইমরান খান বলেন, ‘২৮ অক্টোবর হামলা ও নাশকতাসহ পরবর্তীতে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার সঙ্গে জড়িত মোট ৪৮৯ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। বিভিন্ন রাজনৈতিক দলের সমাবেশকে কেন্দ্র করে দুষ্কৃতিকারী ও সন্ত্রাসীরা রাজধানীর কাকরাইল, পল্টন, ফকিরাপুল ও মতিঝিলসহ দেশের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের ওপর হামলা ও আক্রমণ চালায়। তারা গণপরিবহন, ব্যক্তিগত পরিবহন, সরকারি বিভিন্ন যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এছাড়া তারা প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুর করে। তাদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষসহ বহু হতাহতের ঘটনা ঘটে।’

২৪ ঘন্টা আপডেট নিউজ পেতে bdtribune24/বিডিট্রিবিউন২৪ এর ফেসবুক পেজ ফলো করুন