ঘূর্ণিঝড় মিধিলি
ঘূর্ণিঝড় মিধিলি: বঙ্গোপসাগরে ট্রলার ডুবে বরগুনার ৮ জেলে নিখোঁজ, উদ্ধার ৪
প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৩, ০৬:৩৪ বিকাল
ছবি সংগৃহীত
ঘূর্ণিঝড় মিধিলি’র কবলে পড়ে বঙ্গোপসাগরে এফবি মায়ের দোয়া নামের একটি মাছ ধরা একটি ট্রলার ডুবে আটজন জেলে নিখোঁজ রয়েছেন। অপর চারজন জেলে তিন ঘণ্টা সাগরে ভেসে অপর একটি ট্রলারে উঠতে সক্ষম হন।
উদ্ধারকৃত চার জেলে শনিবার সকালে পটুয়াখালীর মহিপুর ঘাটে পৌঁছেছেন। তারা হলেন- নুর জামান মুন্সি, মাসুম মিয়া, আজগর মিয়া ও রাজিব।
নিখোঁজ জেলেরা হলেন- আবুল কালাম, মো. জাফর, মজিবুর রহমান, ট্রলার মালিক ইউসুফ, ছত্তার হাওলাদার, নাদিম, বেল্লাল ও ইয়াছিন। তাদের সবার বাড়ি বরগুনার পাথরঘাটায়। ট্রলার মালিক ও নিখোঁজ জেলে ইউসুফের ভাই ইয়াকুব আলী জানিয়েছেন, গত মঙ্গলবার মাছ ধরার উদ্দেশ্যে সাগরে যায় ট্রলারসহ ১২ জেলে। শুক্রবার দুপুরে ঘূর্ণিঝড় মিধিলি’র কারনে ট্রলারটি ডুবে যায়।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, নিখোঁজ থাকা জেলেদের খোঁজ-খবর নিচ্ছি।
কোস্টগার্ড দক্ষিণ জোনের পাথরঘাটা স্টেশন কমান্ডার লে. সাকিব মেহেবুব জানান, কোস্টগার্ড ঘূর্ণিঝড় পরবর্তী টহলে আছে। নিখোঁজ জেলেদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।