ঢাকা, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

"পান্থপথে লেগুনা চালককে পিটিয়ে হত্যা” এর সাথে জড়িত ০২ জন পলাতক আসামী র‌্যাব-১১, সদর কোম্পানী, নারায়ণগঞ্জ কর্তৃক গ্রেফতার

নিউজ ডেস্ক

 প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৩, ১১:৪৭ রাত  

ছবি সংগৃহীত

চাঞ্চল্যসৃষ্টিকারী “পান্থপথে লেগুনা চালককে পিটিয়ে হত্যা” এর সাথে জড়িত ০২ জন পলাতক আসামী র‌্যাব-১১, সদর কোম্পানী, নারায়ণগঞ্জ কর্তৃক গ্রেফতার। 

র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার, অপরাধ দমন ও আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দায়িত্বপূর্ণ এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড দমনের লক্ষ্যে র‌্যাব ফোর্সেস অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার ও আইনের আওতায় আনার জন্য নিয়মিত সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করে থাকে।   

প্রাথমিক তদন্ত সূত্রে জানা যায় যে, রাজধানীতে গত ২ আগস্ট ২০২৩ ইং তারিখ বুধবার রাত পৌনে এগারোটার দিকে পান্থপথে বসুন্ধরা সিটি মার্কেটের সামনের রাস্তায় একটি লেগুনাকে ঠেলে নিয়ে যাওয়ার সময় একটি প্রাইভেট কারের সঙ্গে ধাক্কা লাগায় প্রাইভেটকার আরোহীরা লেগুনা চালক মোঃ সবুজ খান (৩৫)'কে পিটিয়ে হত্যা করে। নিহতের সহকর্মী মোঃ জামাল ও মিন্টু জানান যে, লেগুনা গাড়িটিতে গ্যাস শেষ হয়ে যাওয়ায় তারা তিন জন ঠেলে বসুন্ধরা সিটির সামনে দিয়ে কাওরান বাজারস্থ মাছের আড়ত হয়ে গ্যাস পাম্পের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বসুন্ধরা সিটির সামনে রাস্তায় একটি প্রাইভেট কারের সাথে সামান্য ধাক্কা লাগে। এতে প্রাইভেট কারের আরোহীরা গাড়ি থেকে নেমে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে লেগুনা চালককে অজ্ঞান করে ফেলে চলে যায়। পরে ভিকটিমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাতেই পরীক্ষা নিরীক্ষার পর ভিকটিমকে মৃত ঘোষণা করেন। সহকর্মীরা আরোও বলেন, প্রাইভেটকারের লোকজন সবাই মদ্যপ অবস্থায় ছিল। উক্ত ঘটনায় ডিএমপি ঢাকার তেজগাঁও থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়। ঘটনার পর উক্ত আসামীগণ আত্মগোপনে ছিল।

এই নৃশংস হত্যাকান্ডের ঘটনার সাথে জড়িত পলাতক আসামীদেরকে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১১, সদর কোম্পানি, নারায়ণগঞ্জ এর একটি চৌকশ গোয়েন্দা টীম যথাযথ গুরুত্বের সঙ্গে তাদের অবস্থান সনাক্ত পূর্বক গ্রেফতারের চেষ্টা করেন। পরবর্তীতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে চাঞ্চল্যকর হত্যা মামলার পলাকত আসামী ১। সাইফুল ইসলাম পলাশ, পিতা-মোমিন আলী, সাং-মদনপুর ও ২। সজীব অর্নব, পিতা-হাবিব উল্লাহ, সাং-যাত্রাভিটা, উভয় থানা-বন্দর, জেলা-নারায়ণগঞ্জ’দ্বয়কে সনাক্ত ও তাদের অবস্থান নিশ্চিত হয়ে ২৫/১১/২০২৩ইং তারিখ নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনপুর বাগদোবাড়ী এলাকায় হতে আসামীদ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়। 

গ্রেফতারকৃত আসামীদ্বয়কে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য ডিএমপি, ঢাকার তেজগাঁও থানার নিকট হস্তান্তর করা হয়েছে।