ঢাকা, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

ধান-চাল কিনবে সরকার, দাম নির্ধারণে সভা

নিউজ ডেস্ক

 প্রকাশিত: অক্টোবর ০৮, ২০২৩, ০১:৫১ রাত  

ফাইল ছবি

চলতি আমন ধান ও চাল কিনবে সরকার। এজন্য নির্দিষ্ট পরিমাণ ও দর ঠিক করতে সভায় বসছেন সংশ্লিষ্টরা।রোববার (৮ অক্টোবর) দুপুর পৌনে ১টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) এ সভা হবে। সভায় সভাপতিত্ব করবেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্ৰ মজুমদার।

কী পরিমাণ আমন ধান ও চাল সংগ্রহ করা হবে, প্রতি কেজির দাম কত হবে– সে বিষয়ে সভায় সিদ্ধান্ত হবে বলে জানা গেছে।

গত আমন মৌসুমে ৮ লাখ টন ধান-চাল কেনার ঘোষণা দিয়েছিল সরকার। এর মধ্যে ৩ লাখ টন ধান এবং ৫ লাখ টন চাল। প্রতি কেজি ধান ২৮ এবং চাল ৪২ টাকা দরে কেনার ঘোষণা দেওয়া হয়।