ঢাকা, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

প্রথমবার ‘মিস ইউনিভার্স’ নিকারাগুয়ার শেনিস পালাসিওস

নিউজ ডেক্স

 প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৩, ০৬:১৮ বিকাল  

ছবি সংগৃহিত

শেষ হলো বিশ্ব সুন্দরীদের লড়াই। ৯০ দেশের প্রতিযোগীকে হারিয়ে এবার ‘মিস ইউনিভার্স-২০২৩’ জিতলেন নিকারাগুয়ার শেনিস পালাসিওস। তার মাথায় মুকুট পরিয়ে দিয়েছেন গতবারের বিজয়ী মার্কিন যুক্তরাষ্ট্রের আর বনি গ্যাব্রিয়েল।

আন্তর্জাতিক সময় শনিবার রাতে এবং বাংলাদেশ সময় সকালে মিস ইউনিভার্স প্রতিযোগিতার ৭২তম এ আসর বসেছিল সালভাদরের রাজধানী সান সালভাদরের জোসে অ্যাডলফো পিনেদা এরিনায়। সেখানে প্রথমবার মুকুট জিতলেন নিকারাগুয়ার কোনো প্রতিযোগী।

আরও পড়ুনঃ শীতে শুষ্ক ত্বকের পরিচর্যা

নতুন ‘মিস ইউনিভার্স’ শেনিস পালাসিওস মডেলিংয়ের পাশাপাশি পড়াশোনাও করছেন। তিনি ইউনিভার্সিডাড সেন্ট্রোআমেরিকানা থেকে গণযোগাযোগ বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন। প্রথমবার ‘মিস ইউনিভার্স’ মুকুট জেতায় শেনিস ও তার দেশ গর্বিত।

এবারের প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন থাইল্যান্ডের অ্যান্টোনিয়া পোরসিল্ড এবং দ্বিতীয় রানার আপ মিস অস্ট্রেলিয়া মোরায়া উইলসন। যৌথভাবে প্রতিযোগিতার আয়োজন করেন মার্কিন টেলিভিশন উপস্থাপক মারিয়া মেনুনোস ও জেনি মাই এবং মিস ইউনিভার্স ২০১২ অলিভিয়া কুলপো।

২৪ ঘন্টা আপডেট নিউজ পেতে bdtribune24/বিডিট্রিবিউন২৪ এর ফেসবুক পেজ ফলো করুন