ঢাকা, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করায় মার্কিন ভিসা নিষেধাজ্ঞা শুরু

নিউজ ডেস্ক

 প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৩, ১১:০৫ রাত  

ছবি সংগৃহীত

পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বিবৃতিতে বলেন, বাংলাদেশের একাধিক ব্যক্তির উপর আজ ভিসা নিষেধাজ্ঞা আরোপের পদক্ষেপ নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র৷ তারা বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা সহায়তাকারী বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে৷ এদের মধ্যে আছেন বাংলাদেশের আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনী, ক্ষমতাসীন ও বিরোধী দলের সদস্য৷ 

এই ব্যক্তিরা এবং তাদের নিকটাত্মীয়রা যুক্তরাষ্ট্রে প্রবেশের অযোগ্য বলে বিবেচিত হতে পারেন৷

নির্বাচন প্রক্রিয়ার অবমূল্যায়নে জড়িত থাকার জন্য দায়ী অন্যরাও ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভিসার জন্য অযোগ্য বিবেচিত হতে পারেন বলে জানানো হয়েছে৷ এই তালিকায় বাংলাদেশ সরকারের বর্তমান ও সাবেক কর্মকর্তা, বিরোদী দল ও ক্ষমতাসীন রাজনৈতিক দলের সদস্য এবং আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনী, বিচার বিভাগ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরাও রয়েছেন৷  

বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র বাংলাদেশে শান্তিপূর্ণ উপায়ে অবাধ ও স্বচ্ছ নির্বাচনে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ৷


এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের আন্ডার সেক্রেটারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেয়া বার্তায় বলেছেন, এই ঘোষণা বিশ্বব্যাপী স্বাধীন, স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রতি যুক্তরাষ্ট্রের অঙ্গীকারের প্রতিফলন এবং গণতান্ত্রিক নির্বাচনের জন্য বাংলাদেশের মানুষের ইচ্ছার প্রতি বাংলাদেশের সরকার, নাগরিক সমাজ ও গণমাধ্যমের প্রচেষ্টার সমর্থন৷