ঢাকা, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১

ঘূর্ণিঝড় মিধিলি

ঘূর্ণিঝড় মিধিলির তাণ্ডবে ৭ জনের প্রাণহানি

নিউজ ডেস্ক

 প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৩, ০১:২০ দুপুর  

ছবি সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মিধিলি সারাদেশে ব্যাপক তাণ্ডব চালিয়েছে। মিধিলির প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় এখন প্রর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

জেলা ও উপজেলা প্রতিনিধিদের দেওয়া তথ্য অনুযায়ী, কক্সবাজারের টেকনাফে মাটির দেয়াল চাপা পড়ে একই পরিবারের চার জনের প্রাণহানি হয়েছে। এছাড়া চট্টগ্রাম ও টাঙ্গাইলে গাছের ডাল ভেঙে তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে কক্সবাজারের টেকনাফে অতিবৃষ্টিতে বাড়ির মাটির দেয়াল ধসে ঘুমন্ত অবস্থায় একই পরিবারের চারজন নিহত হয়েছেন। গতকাল ভোরে হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজারের মরিচ্যাঘোনার পানিরছড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেনশ্ব ফকির মোহাম্মদের স্ত্রী আনোয়ারা বেগম (৫০), তার ছেলে শাহিদুল মোস্তফা (২০) এবং দুই মেয়ে নিলুফা ইয়াছমিন (১৫) ও সাদিয়া বেগম (১১)। হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, ভারী বৃষ্টি হওয়ায় বাড়ির ওপর ও চারপাশে ত্রিপল দিয়ে ঘুমান সবাই। ভোরে ভারী বৃষ্টিতে মাটির দেয়াল ধসে চাপা পড়ে ফকির মোহাম্মদ ছাড়া সবাই মারা যান।

চট্টগ্রামের মিরসরাইয়ে দমকা বাতাসে গাছের ডাল ভেঙে পড়ে সিদরাতুল মুনতাহা আরিয়া (৪) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল বিকেল ৫টার দিকে উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় কাটাবিল এলাকার হাসমত আলী ভূঁইয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মুনতানা ওই বাড়ির আনোয়ার হোসেন ভূঁইয়ার মেয়ে। ঝড়ো বাতাসে টাঙ্গাইলের বাসাইলে গাছের ডাল ভেঙে পড়ে মারা গেছেন ব্যবসায়ীর আবদুর রাজ্জাক (৪০)। দুপুরে বাসাইল উপজেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার মিরিকপুর গ্রামের বাসিন্দা এবং বাসাইল বাজারের কোটিপতি মার্কেটে কাপড়ের ব্যবসা করতেন। চট্টগ্রামের সন্দ্বীপে গাছের ডাল ভেঙে পড়ে আবদুল ওহাব নামে এক বৃদ্ধ মারা গেছেন। গতকাল বিকেলে মগধরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। আবদুল ওহাব ওই এলাকার হানিফ মাস্টারবাড়ির বাসিন্দা।